Light Weight Building বা হাল্কা বাড়ীর সুবিধা কি কি ?
হাল্কা বাড়ি নির্মানের
প্রযুক্তিতে পরিমিত স্থাপনার লোড পরিমিত পরিমানে সুক্ষ্মভাবে হিসাব করে অত্যাধুনিক
ফেরোসেম প্রযুক্তি ব্যাবহার করে বাড়ি নির্মাণ করা হয়। হাল্কা স্থাপনা/light weight building নির্মাণে
·
কাচামাল (রড, সিমেন্ট, বালু, খোয়া, পাথর)কম লাগে,
·
বিল্ডিংয়ের নিজস্ব ওজন (Self
Weight) কমে যায়,
·
ভুমিকম্পে বিল্ডিং নিরাপদ থাকে,
·
স্থাপনার নিরাপত্তা বৃদ্ধি পায়,
·
নির্মাণ ব্যয় প্রচলিত ব্যয়ের তুলনায় ২০% পর্যন্ত কমে যায়,
·
আবাসন আরামদায়ক হ্য়,
·
বিদ্যুতের ব্যবহার তুলনামুলক কম হ্য়,
·
বিল্ডিংয়ের স্থায়ীত্ব বৃদ্ধি পায়

No comments