Header Ads

Header ADS

Light Weight Building ( হাল্কা স্থাপনা/বাড়ী ) বলতে কি বুঝায় ?

নির্মাণ সামগ্রীর উচ্চমুল্য, ভুমিকম্পে বিল্ডিং এর  নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়া,  বিল্ডিংয়ের উষ্ণতা বৃদ্ধি,( গরমের দিনে মাত্রাতিরিক্ত গরম অনুভব করা), দেয়ালের ইটের গাথুনিতে বেশী জায়গা দখল ইত্যাদি কারণে সবাই যখন প্রচলিত নির্মাণ প্রযুক্তিতে নিরুপায় তখনি আমাদের সামনে হাজির হয় বাড়ি নির্মাণের হাল্কা প্রযুক্তি।

হাল্কা বাড়ি নির্মানের প্রযুক্তিতে পরিমিত স্থাপনার লোড পরিমিত পরিমানে সুক্ষ্মভাবে হিসাব করে অত্যাধুনিক ফেরোসেম প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ বাড়ি নির্মাণ করা হয়। 

No comments

Powered by Blogger.